নিজস্ব প্রতিবেদকঃ
কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ সাহেবের নির্দেশনায় কলারোয়া থানা এলাকায় পৃথক পৃথক ভাবে বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই (নিঃ) মোঃ রইচ উদ্দীন, এমআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন, এসআই(নিঃ) পিন্টু লাল দাস, এসআই (নিঃ) মোঃ সোলায়ামান আক্কাস ও সঙ্গীয় ফোর্স এর সহযোগীতায় ধৃত আসামী ১। মোঃ ওসমান গনী(৪৪) পিতা-মৃত নছিম উদ্দীন মোড়ল সাং-মানিকনগর ২। মোঃ বিল্লাল হোসেন(৩৮) পিতা-মোঃ নূর আলী মোড়ল সাং-পাইকপাড়া ৩। মোঃ আঃ মান্নান(৪৩) পিতা-মৃত জহির উদ্দীন সরদার সাং-গোয়াল চাত্তর ৪। মোঃ ইমামুল হক(৫০) পিতা-মৃত মনির উদ্দীন সরদার সাং-দলইপুর ৫। মোঃ মোবারক আলী(৫৫) পিতা-মৃত মনির উদ্দীন সাং-বোয়ালিয়া ৬। মোঃ বাকি লিল্লাহ(৩২) পিতা-আলহাজ ইয়াছিন আলীসাং-সোনাবাড়ীয়া ৭। মোঃ সাইদুল ইসলাম(৩০) পিতা-মান্নান মিস্ত্রী সাং-মুরারিকাটি, উভয় থানা-কলারোয়া জেলা-সাতক্ষীরাদের গ্রেফতার করেন।
গ্রেপ্তাপের বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব বিল্পব দেবনাথ বলেন,ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতা মুলক কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।তাদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।তিনি আরও বলেন,কয়েকদিন আগে ঢাকায় বিএনপি চেয়ারপার্সোন খালেদা জিয়ার কোর্টে হাজিরা দেওয়ার ঘটনা কে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতি কারী পুলিশের গাড়ি থেকে আসামী ছিনতাই করে ও পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পুলিশ কে মারধর করে।বিষয় টি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হয়। যেটা আমাদের নবনিযুক্ত আইজিপি স্যারের দৃষ্টিগোচর হয়।সে কারনে, আমাদের জঙ্গি-মাদক বিরোধী অভিযান নিয়মিত অব্যহত থাকবে।
প্রাসংঙ্গতঃ,নির্ভরযোগ্য সূত্র মোতাবেক জানা গেছে, আগামী ৮ ই ফেব্রুয়ারী ২০১৮ তারিখ বিএনপি চেয়ারপার্সোনের আদালতের রায় ঘোষনা করার কথা আছে।সেই রায় ঘোষনা কে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ বিশেষ নিরাপর্ত্তা ব্যবস্থা গ্রহন করেছেন। আগামী ০৮ ই ফেব্রুয়ারী/২০১৮ তারিখ বাংলাদেশ পুলিশ খুব সর্তক ও কঠোর অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন,নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব ড.জাবেদ পাটোয়ারী।