ভালো কাজের অবদান রাখার স্বীকৃতি স্বরুপ বিশেষ সন্মাননা পুরুস্কার পেয়েছেন পুলিশ লাইন্সের আরও ১ মো:মিরাজুল ইসলাম ।রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত সেপ্টেম্বর /২৫ মাসের মাসিক কল্যাণ সভায় পুলিশ লাইন্সের আরও-১ মো:মিরাজুল ইসলাম কে এ বিশেষ সন্মাননা পুরুস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।