♠♠♠
নিজস্ব প্রতিনিধিঃ
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে গিয়ে শেষ হয়। প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জনাব এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, মাননীয় সংসদ সদস্য, ১০৫-সাতক্ষীরা-০১(তালা-কলারোয়া), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফিরোজ আহম্মেদ স্বপন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কলারোয়া, সাতক্ষীরা; জনাব আলহাজ্ব এইচ এম আরাফাত, ভাইচ-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কলারোয়া, সাতক্ষীরা; মিসেস সেলিনা আনোয়ার ময়না, মহিলা ভাইচ-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কলারোয়া, সাতক্ষীরা; সভাপতিত্ব করেন জনাব মনিরা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া, সাতক্ষীরা।