সিটিজেন জার্নালিস্টঃ
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সদ্য পদন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি জনাব সরদার রাকিবুল ইসলাম এঁর নির্দেশনা মোতাবেক,নাশকতা পরিকল্পনার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনসহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের ৫ নেতাকে আটক করেছে পুলিশ। আটকদের নামে নাশকতার প্রস্তুতি ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, রোববার রাতে জেলার কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, পেড়লী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোর্শেদ, লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল করিম, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি আহাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক বিপুল সরদারকে আটক করে।আটকদের কাছ থেকে পুলিশ ১০টি ককটেল বোমা, ৬টি পেট্রোল বোমা, ১০টি বাঁশের লাঠি, ১০টি লোহার রড, ৩০টি কাঠের লাঠি, ৫০টি ইটের টুকরা উদ্ধার করে।
গ্রেপ্তারের বিষয়ে নড়াইলের কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান মাসুম জানান, বিভিন্ন মামলা ও অভিযোগে জেলায় মোট ৩৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে ৬ জনকে আটক করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতা মুলক কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।তাদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হইয়াছে।এসময় তিনি আরও বলেন,নবনিযুক্ত আইজিপি মহোদয় যোগদানের পর থেকে দেশব্যাপী মাদক-জঙ্গী ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান অব্যহত আছে এবং অভিযান চলমান থাকবে।আসন্ন ৮ ই ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপার্সোনের মামলার রায় ঘোষনা কে কেন্দ্র করে নড়াইল জেলা পুলিশ বিশেষ সর্তক অবস্থায় জেলার মানুষ কে নিরাপর্ত্তা দিয়ে যাচ্ছেন।