সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাস ঠেকাতে জেলা বাসীর প্রতি এক সতর্ক নোটিশ প্রদান করা হয়েছে।উক্ত সতক নোটিশটি সাতক্ষীরা জেলা পুলিশের ফেইসবুক আইডি থেকে জানানো হয়েছে। সর্তকবার্তায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বলেছেন
আগামীকাল ২ এপ্রিল রোজ বৃহস্পতিবার থেকে অহেতুক রাস্তাঘাটে দেখা গেলে,অপ্রয়োজনীয় দোকান খোলা রাখলে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।পুলিশ সুপার তাঁর সর্তকবার্তায় সবাই কে ঘরে অবস্থান করার কথা বলেছেন।
উল্লেখ্য : সরকারি নির্দেশনা মোতাবেক সবাইকে ঘরে থাকতে বলা হলেও ইদানীং সাতক্ষীরার মানুষেরা ঘরে থাকছেনা অবাধে দোকানপাট খুলে লোকসমাগম করছে যেটা করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশংকা থেকেই ও মানুষের কল্যাণের স্বার্থে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) জেলা বাসির উদ্যেশ্যে এমন সতর্কবার্তা দিয়েছেন।
- প্রেস রিলিজ।