বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ছেলে ধরা গুজব নিয়ে এত প্রচার প্রচারণা চালানোর পরেও থেমে নেই গুজব রটনাকারীরা।গতকাল ২২ জুলাই ২০১৯ খ্রিঃ তারিখ ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন বৃত্তিপাড়া ক্যানালপাড়ায় গুজবে কান দিয়ে একজন নিরীহ লোককে মারধরের কারনে মোঃ মুকুল মন্ডল (৪৮), পিতা-মৃত সদর মন্ডল, সাং-বিত্তিপাড়া ক্যানালপাড়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করছে ইবি থানা পুলিশ।
কুষ্টিয়া প্রতিনিধি জানান,কুষ্টিয়ায় পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার) এর নির্দেশক্রমে তাৎক্ষনিক ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্দোষ ব্যাক্তিকে উদ্ধার করেন এবং আসামী মুকুল মন্ডলকে গ্রেফতার করেন।
কুষ্টিয়া ইবি থানার ইনচার্জ জানান,তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।তিনি জানান,কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব এসএম তানভীর আরাফাত পিপিএম(বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া জেলার প্রত্যেকটি থানায়,উপজেলায় ছেলে ধরা গুজব প্রসংগে সচেতনতা বাড়াতে স্কুটার যোগে মাইকিং করা হচ্ছে।স্কুলে স্কুলে থানার ওসিরা গিয়ে ক্লাসে ছাত্র-ছাত্রীদের ছেলে ধরা গুজব সম্পর্কে কাউন্সিলিং করা হচ্ছে।তারপরেও কিছু হুজুগে বাঙালীর কারনে গুজব ছড়িয়ে নিরিহ মানুষ দের কে মারধর করা হচ্ছে।ওসি আরো জানান,পুলিশ সুপার মহেদয়ের কড়া নির্দেশ এরকম গুজবে কান দিয়ে কেউ আইন হাতে তুলে নেয়,তাহলে তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।