কুষ্টিয়ায় তিন গ্রাম বাসির দীর্ঘদিনের ক্রন্দল মিটিয়ে তাদের দেশিয় অস্ত্র জমা নিয়ে গ্রাম বাসির শান্তি ফিরিয়ে দিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত, (পিপিএম)।
কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ সূত্র জানায়, জেলার কুমারখালী থানাধীন বাগুলাট ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ সামাজিক দ্বন্দ্ব, ফ্যাসাদ ও মারামারির জন্য প্রায় ১৫-২০ বৎসর যাবৎ সেখানে মারা-মারির কারনে অনেক মানুষ খুন হয়েছেন,বহু মানুষ নিহত এবং আহত হয়েছেন।উক্ত দ্বন্দ্ব, ফ্যাসাদ ও মারামারি নিরসনের জন্য পুলিশ সুপার, কুষ্টিয়ার বিশেষ উদ্যোগে অদ্য ৩১-১০-২০১৮ খ্রিঃ তারিখ শালঘর মধুয়া শ্বশান বাজারে দেশিও অস্ত্র জমা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে তিন গ্রাম বাসির মধ্যে দীর্ঘ দিনের ক্রন্দল নিঃষ্পত্তি করে দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কুষ্ঠিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত(পিপিএম)উপস্থিত থেকে প্রায় ৩০০ মানুষের কাছ থেকে দেশীয় অস্ত্র দা,বটি,কুড়াল,খুর,হ্যাসু,বল্পব,কোচ,কাচি,রামদা ইত্যাদি অস্ত্র জমা নেন।এসময় পুলিশ সুপার তিন গ্রামের মানুষের মধ্যে ক্রন্দন ও হিংসা-বিদ্বেষ মিটিয়ে দেন এবং তাদের সবাই কে বুকে বুক দিয়ে কোলাকুলি করিয়ে দেন।পরে গ্রাম বাসি পুলিশ সুপারের কাছে ওয়াদা করেন যে তারা আর কোন দিন নিজেদের মধ্যে ক্ষমতার দন্দে আর মারা-মারি করবেন না।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, জনাব মোঃ রতন শেখ, অফিসার ইনচার্জ, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এবং জনাব মোঃ আলাউদ্দীন খান, চেয়ারম্যান, বাগুলাট ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া।