পুলিশই জনতা এবং জনতাই পুলিশ" “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার ৩১ অক্টোবর, ২০২০ খ্রিঃ কুষ্টিয়া জেলায় সফলভাবে পালিত হল “কমিউনিটি পুলিশিং ডে-২০২০”।
দিনের শুরুতে ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্সের চেতনা-৭১ চত্ত্বরে বেলুন উড়িয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২০” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার)।
বর্ণাঢ্য এ আয়োজনে এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী মোঃ আতাউর রহমান আতা, উপজেলা চেয়ারম্যান কুষ্টিয়া সদর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, অফিসার ও ফোর্স, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সদস্যগণ।
পরবর্তীতে উপস্থিত সকলেই পুলিশ লাইন্স হতে বর্ণাঢ্য র্যালিতে অংশ গ্রহণ করেন। র্যালিটি কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
এ সময়ে এসআই(নিঃ)/ মোঃ সুমন কাদেরী শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার(CPO) ও মোঃ মানজিয়ার রহমান চঞ্চল শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য(CPM) নির্বাচিত হওয়ায় উভয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং পুলিশ সুপার কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।