ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট ব্যবহার করুন, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সড়ক পরিবহন আইন-২০১৮ (কার্যকর ১লা নভেম্বর-২০১৯) বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম(বার) জেলার সকল পেশাদার গাড়ী চালক, হেলপার, কন্ট্রাক্টার এবং অপেশাদার চালকসহ সাধারণ জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেছেন।এসময় পুলিশ সুপার শহরের প্রধান প্রধান সড়কে চলমান গাড়ি চালক ও মটর সাইকেল চালক দের হাতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর লিফলেট বিতরণ করেন এবং নতুন আইনের জরিমানা ও শাস্তি সমূহ নিয়ে চালক ও ড্রাইদের কাউন্সিলিং করেন।এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,বিশেষ শাখার ডিআইওয়ান সহ প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।