সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল শনিবার বিকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নের যোগরাজপুর গ্রামে কৃষকদের সাথে ধান কেটে "ধান কর্তন ও নবান্ন উৎসব" এর উদ্বোধন করেন।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষকদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন , এই কৃষকের পরিশ্রমের টাকায় আমাদের বেতন হয়, দেশের উন্নয়নকাজ হয়। কৃষক বাঁচলে দেশ বাচবে।
জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন কৃষিবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে ভর্তুকি দিচ্ছেন, কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছেন, কৃষকদেরকে ন্যায্য মূল্যে ধান বিক্রির ব্যবস্থা করেছেন।
কৃষকের সরলতার সুযোগ নিয়ে যদি কোন মধ্যস্বত্বভোগী দুর্নীতির আশ্রয় নেয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।