শিল্পকলায় প্রাণ কেন্দ্রের পরিবেশনায় শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘রক্ত করবী’।
দুর্নীতিমুক্ত ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নের প্রত্যয়ে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মঞ্চস্থ এই নাটকে ফুটে ওঠে জমিদারী আমলের শোষণ-অত্যাচার ও প্রেম ভালবাসার নানা কল্প কাহিনী।
নাটকটি দেখতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে শিল্পকলা মিলনায়তন। নাটকের সংলাপে সংলাপে প্রাণের উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক-শ্রোতারা।
এর আগে সেখানে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নের আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহবান জানিয়ে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠন প্রাণ কেন্দ্রের সংগঠক সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। নাটক রক্ত করবীর নানা দিক নিয়ে কথা বলেন আবু ছালেক।
প্রসঙ্গত, সপ্তাহব্যাপী এই নাট্য উৎসবে শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক ‘ওরা কদম আলী’।
Patrodut net