মাহফিজুল আক্কাস : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা শিশু পার্ক পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং জেলা প্রশাসক সাতক্ষীরা জনাব এস এম মোস্তফা কামাল।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের বাঙলোর সামনে নবনির্মিত ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা শিশু পার্কটি দেখতে আসেন সাতক্ষীরা সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।এসময় শিশু পার্কটিতে সংসদ সদস্য ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল কয়েকটি বৃক্ষ রোপন করেন।
পরে শিশু পার্কটির বিভিন্ন খেলাধুলার উপকরণ সমূহ ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথি বৃন্দরা।পরিদর্শন শেষে এমপি রবি বলেন শিশুদের এক মাত্র বিনোদন কেন্দ্র হবে এটি। বিনোদনের মাধ্যমেই শিশুদের মানষিক বিকাশ ঘটবে।তিনি বলেন,পার্কের সামনে অবস্থিত পুকুরটিতে সুইমিং পুল তৈরি করে বাচ্চাদের সাঁতার শেখানো যাবে। ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বির্নিমানে ও পার্কের পুকুরটির নাম "শেখ রাসের শিশু সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র" নামকরণ করায় নির্বাহী অফিসার কে ধন্যবাদ জানান সংসদ সদস্য।
পরিদর্শন কালে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আযমসহ অন্যান্য কর্মকর্তা সহ পরিষদের অন্যান্য কর্মচারীবৃন্দ।
নবনির্মিত শিশু পার্ক সম্পর্কে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন,'ক্লিন সাতক্ষীরা,গ্রিন সাতক্ষীরা বির্ণিমানে মুজিব বর্ষ-২০২০ কে সামনে রেখে এ শিশু পার্ক ঘিরে নিন্মোক্ত কর্মপরিকল্প গ্রহণ করা হয়েছে।
১. 'চেতনায় শেখ মুজিব' কর্নার স্থাপন
২. শেখ রাসেল শিশু সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নির্মান
৩. বিজয়ফুল চত্ত্বর স্থাপন
৪. ব্রেস্টফিডিং কর্নার ও ওয়াশব্লক নির্মান
৫. মুক্তিযোদ্ধা চেয়ার স্থাপন।
এব্যাপারে নির্বাহী অফিসার সকলের সুচিন্তিত মতামত প্রত্যাশা করেছেন।