গত ১২ জুলাই ২০১৯ খ্রিঃ তারিখ ভেড়ামারা থানাধীন গোপিনাথপুর গ্রামস্থ মেথর পাড়ার ঢালের মাঠে মোঃ রুবেল এর আখ ক্ষেতের মধ্যে মস্তকবিহীন একজন মহিলার লাশ পাওয়া যায়।লাশ উদ্ধারের সংবাদ প্রচারের সাথে সাথে মৃত মহিলার স্বামী, ছেলে এবং ভাইসহ আত্নীয় স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি সাকিনস্থ মবিদুল ড্রাইভার এর স্ত্রী বলে সনাক্ত করে।এ চাঞ্চল্যকর ঘটনার তথ্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।
উক্ত ঘটনার ঘটার পর পরই কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার) এর তাৎক্ষনিক ঘটনার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের নির্দেশ দেন। নির্দেশ প্রাপ্ত হয়ে জনাব একেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা ও ভেড়ামারা থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান শুরু করেন।
পরবর্তীতে পুলিশ সুপার এর সময়োপযোগী নির্দেশনায় জনাব জনাব এস.এম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া আধুনিক টেকনোলজী ও তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত আসামী নেহেরুল ইসলাম(৪৮)কে ২৯/০৭/২০১৯ খ্রিঃ তারিখ নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানোমতে ঘটনাস্থলের অদুরে আরব আলীর আখ ক্ষেতের মধ্যে হতে মৃত নাছিমা খাতুন(৪৫) এর মাথার খুলি,মাথার চুল ও নিচের পাটির দাঁত উদ্ধার করেন।ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। অদ্য ৩০ জুলাই ২০১৯ খ্রিঃ তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার,জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া বিষয়টি নিশ্চিত করেন।