সারা দেশের মতো নিয়ন্ত্রণহীন মাদকাসক্তির বিস্তৃতি খুলনা জেলার কয়রা উপজেলাকেও গ্রাস করেছে। পাড়া-মহল্লা ছাড়িয়ে মাদকের ভয়াল থাবা এখন ঘরে ঘরে হানা দিচ্ছে। ভয়াল মাদকাসক্তি তারুণ্য, মেধা, বিবেক, লেখাপড়া, মনুষ্যত্ব- সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বিনষ্ট করে দিচ্ছে স্নেহ-মায়া, ভালোবাসা, পারিবারিক বন্ধন। মাদকাসক্ত সন্তানের হাতে বাবা-মা, ঘনিষ্ঠ স্বজন নির্মম হত্যার শিকার হচ্ছেন। মাদক আশক্ত সন্তান মাদক সংগ্রহে ব্যর্থ হওয়ার ক্রোধে পিতা মাতাকে খুন করার মত জঘন্নতম ঘটনাও দেশে অহরহ ঘটছে। মাদক একটি সংসার, একটি সমাজ এমনকি একটি দেশকে ধ্বংস করে দিতে স্বক্ষম। এই ভয়াবহ মাদককে রুখতে এবং সমাজ থেকে সম্পূর্ণ রূপে বিতারিত করার লক্ষ্যে কয়রা থানা পুলিশ আয়োজনে শনিবার ৫ অক্টোবর ২০১৯ দুপুর ১২ টায় কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার এস, এম শফিউল্লাহ বিপিএম।
প্রধান অতিথি তার বক্তব্যে সকল পিতা মাতাকে উদ্দেশ্য করে সন্তানদের ধর্মীয় অনুশাসনে গড়ে তুলতে বলেন। যাতে কোন সন্তান মাদকাসাক্তনা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জকে বলেন সত্যতা যাচাই করে মামলা নিতে এবং কয়রা থানার কোন পুলিশ জনগনের কাছ থেকে ঘুষ বা খারাপ ব্যবহার করলে তার সাথে যোগাযোগ করতে বলেন। তিনি কয়রার অবহেলিত মানুষের পাশে সর্বদা থাকতে চান।
এছাড়া অনুষ্ঠানে সাগতো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহাসিন রেজা, চেয়ারম্যান উপজেলা পরিষদ এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাছিমা আলম, ভাইস চেয়ারম্যান (পুরুষ) কমলেশ সানাসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ।