খুলনাকে মাদকমুক্ত করার জন্য ইতোমধ্যে বিভাগীয় কমিশনার জনাব মো:লোকমান হোসেন মিয়া খুলনা বিভাগের সর্ব মহলে বার্তা পৌছে দিয়েছেন এবং বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় আজ খুলনা জেলার তেরখাদা উপজেলায় বিভাগীয় কমিশনারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসক, খুলনার উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে তেরখাদা উপজেলার সরকারি ইকড়ি কাটেংড়া ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকঅসহ সর্বস্তরের প্রায় ১০-১৫ হাজার জনসাধারণের উপস্থিতিতে " মাদক বিরোধী সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।
তেরখাদা উপজেলার নির্বাহী অফিসার মো:লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাদক বিরোধী ট্যাক্সফোর্স সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব লোকমান হোসেন মিয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন,জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ (বিপিএম) প্রমূখ।সমাবেশে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন খুলনা বিভাগের ১০টি জেলার সর্ব মহলে মাদক নির্মূল করার লক্ষর বার্তা পাঠানো হয়েছে এবং বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।তাই অচিরেই খুলনা বিভাগের ১০ টি জেলা থেকে মাদকের শিকড়-বাকড় উপড়ে ফেলা হবে।তিনি এজন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি সহ সকল স্থরের মানুষের সহযোগীতা কামনা করেছেন।