সিটিজেন জার্নালিষ্ট, সাতক্ষীরা: নগরীর শামসুর রহমান রোডে আন্তর্জাতিক মানের খুলনা এ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণের জন্য ১৪৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন পাওয়া গেছে। গতকাল বুধবার সিসিজিপি এ অনুমোদন প্রদান করে। দরপত্র আহ্বান করা হয়েছে। গত ২৭ নভেম্বর ই-টেন্ডারের মাধ্যমে এ দরপত্র আহ্বান করা হয়। আগামী ২৭ ডিসেম্বর এ দরপত্র খোলা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর শামসুর রহমান রোডে সাবেক বার্ডস বাংলাদেশ লিমিটেড নামক যে অফিসটি যেখানে ছিলো, সেই জায়গাটি ছিলো সরকারের মালিকানাধীন জমি। ইতোমধ্যে খুলনা বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে। দখলমুক্ত করার পর ওই জায়গায় ১৫তলা খুলনা এ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার তৈরীর প্রকল্প করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার অফিসের উদ্যোগে এ কনভেনশন সেন্টার তৈরীর লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়। আন্তর্জাতিক মানের এ কনভেনশন সেন্টারটির নিচের দুই তলা ব্যবহৃত হবে বেজমেন্ট হিসেবে। যেখানে এক সাথে ৭২টি গাড়ী পার্কিং করা যাবে।
সূত্র জানায়, কনভেনশন সেন্টারে ৬০০ আসনের একটি অডিটোরিয়াম, ৬টি সেমিনার রুম, প্রেসিডেন্সিয়াল স্যুইট, ৮০টি আবাসিক কক্ষ, মিটিং রুম, প্রশাসনিক ভবন, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, ডরমেটরী, সুইমিংপুল, জিম, বারবার শপসহ বিভিন্ন সুযোগ সুবিধা।
এব্যাপারে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া বলেন, আন্তর্জাতিক মানের খুলনা এ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণের জন্য ১৪৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন পাওয়া গেছে।
খুলনার তৎকালীন বিভাগীয় কমিশনার ও বর্তমান নৌপরিবহন সচিব জনাব মোঃ আবদুস সামাদ তার ফেসবুক পেজে লিখেছেন, খুলনা এ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন দেয়া প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।
উল্লেখ্য,নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব জনাব মোঃ আবদুস সামাদ খুলনা বিভাগীয় কমিশনার থাকাকালীন বার্ডস বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা জায়গাটি মুক্ত করেন এবং সেখানে খুলনা এ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প গ্রহণ করেন।
সূত্র: পূর্বাঞ্চল নেট।