ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খুলনা স্কাউটস ও রোভার স্কাউটস এর সহযোগিতায় এবং খুলনা জেলা প্রশাসনের আয়োজনে আজ (বুধবার) সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বাড়ির আঙ্গিনা, অফিস চত্ত্বর, ফুলের টব ও সকল স্কুল-কলেজের আশপাশ পরিস্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য জনগণের মধ্যে বেশি সচেতনতা তৈরি করতে হবে। ইতোমধ্যে সরকারি হাসপাতালে গরিব রোগীদের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে।
মেয়র বলেন, ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশন সকল প্রস্তুতি সম্পন্ন করছে এবং লিফলেট বিতরণ ও মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা অব্যাহত রয়েছে। খুলনার অভিমুখে ঢাকা থেকে আগত সকল পরিবহন ও ট্রাকে মশা মারার স্প্রে ব্যবহার শুরু হয়েছে। তিনি আরও বলেন, গুজবের কোন ভিত্তি নেই। একটি কুচক্রী গোষ্ঠী সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে গুজব ছড়াচ্ছে। খুলনাকে ডেঙ্গুমুক্ত রাখতে সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা ও সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান সিটি মেয়র।
সিভিল সার্জন জানান, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৮২ জন রোগী শনাক্ত করা হয়েছে। যার ৯৯ শতাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে খুলনায় এসেছেন। খুলনার স্থানীয় কোন রোগী শনাক্ত হয়নি।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ পারভেজ।
আলোচনা সভার পূর্বে মেয়রের নেতৃত্বে খুলনার শহিদ হাদিস পার্ক থেকে সার্কিট হাউস পর্যন্ত এশটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।