জেলা প্রশাসন খুলনার নিজস্ব ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম বিশেষ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে মানবসম্পদের capacity building এর মাধ্যমে শিক্ষিত তরুণ উদ্যোক্তা সৃষ্টির নিমিত্ত Advanced Level Outsourcing Graphic Design, basic IT & Social Development Tools এর উপর দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খুলনা, মোহাম্মদ হেলাল হোসেন।অনুষ্ঠানে স্পেশাল গেষ্ট হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব নিশ্চিন্ত কুমার পোয়াদ্দার,খুলনা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক জনাব সাধন ঘোষ,খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি জনাব মো:হাবিবুর রহমান,খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব সরদার রাকিবুল ইসলাম,খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মঈনুদ্দীন প্রমূখ।
সভায় ব্যক্তারা বলেন তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষিত তরুণদের আত্মনির্ভর করতে পারলেই ভিশন ২০২১ অর্জনের পথে বাংলাদেশ এগিয়ে যাবে।