।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।সিটিজেন জার্নালিস্ট(জিমি):
বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩মার্চ’১৮ শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খুলনা বিভাগীয়
মহাসমাবেশ সফল করতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা আওয়ামীলীগের উক্ত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কিংবদন্তী সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে ও ক্লিন ইমেজধারী নেতা জেলা আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. হায়দার আলী, সহ সভাপতি সাতক্ষীরা শ্যামনগর-কালিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সহ সভাপতিবীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমদ, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএম শওকত
হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ অহেদুজ্জামান, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক আতাউল হক দোলন প্রমুখ।
উপস্থিত ছিলন সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হক, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শফিউল আযম ললিন, তালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরল ইসলাম, আওয়ামীলীগ নেতা আনীত মূখারজী প্রমুখ।
আগামী ৩মার্চ’১৮ শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভা সফল ও সার্থক করতে জেলা আওয়ামীলী ও এর সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের অংশ গ্রহণ করার আহবান জানান আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
আগামী ১১তম জাতীয সংসদ নির্বাচন কে সামনে রেখে আওয়ামীলীগের খুলনা বিভাগীয় মহা সমাবেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুত্ব পূর্ণ ও দিক নির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য রাখবেন বলে আশা করছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
তাই দলটির সভানেত্রীর দিকনির্দেশনা মোতাবেক আগামী সংসদ নির্বাচনে দলীয় বিভিন্ন কর্মসূচি ও অগ্রগতি পালন করতে খুলনা বিভাগীয় মহা মহাসমাবেশে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু
সৈনিকলীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নতা-কর্মীদের স্বতস্ফুর্ত ভাবে সকল কার্যক্রমে অংশ গ্রহণে প্রস্তুত থাকার আহবান জানানো হয়।
তথ্যঃ সাতক্ষীরা টাইম্স ২৪ ডটকম।