খুলনায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির সভা আজ (বুধবার) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, ভোটার তালিকা হালনাগাদ করতে নির্বাচন কমিশনের নিয়োগ করা তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। প্রথম পর্যায়ে ২৩ এপ্রিল হতে ১৩ মে পর্যন্ত দেশের ৬৪টি জেলার ১৩৫টি উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। এরমধ্যে খুলনা জেলার সোনাডাঙ্গা,দৌলতপুর ও খুলনা সদর উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। এসময়ের মধ্যে ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্ম গ্রহণকারী বাংলাদেশি নাগরিক যারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত নন তাদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া এক এলাকা হতে অন্য এলাকায় ভোটার স্থানান্তর ও মৃত ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রমও চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হালনাগাদ কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কি না তা তদারকির বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, মানুষকে সচেতন করা এক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক কলেজের শিক্ষার্থীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে কলেজের অধ্যক্ষদের অনুরোধ করেন ।
জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।