পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে খুলনা জেলা পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ বিপিএম অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যের প্রতি নির্ববাচনী ব্রিফিং প্রদান করেছেন। শুত্রবার সকালে শিরোমনিস্থ নতুন পুলিশ লাইন্সে এ নির্বাচনী ব্রিফিংয়ের আয়োজনে করে খুলনা জেলা পুলিশ।এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার এসএস শফিউল্লাহ বিপিএম।নির্বাচনী ব্রিফিংয়ে ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্যেশে পুলিশ সুপার তার নির্বাচনী ব্রিফিংয়ে বলেন আগামী ৩১ মার্চ খুলনা জেলার প্রত্যেকটি কেন্দ্রে(ডুমুরিয়া বাদে)উৎসব মুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি বলেন খুলনায় এবার মোট ভোটারের সংখ্যা ৯ লাখ ৬৭ হাজার ৩৭৯ জন।আর কেন্দ্রের সংখ্যা ৩৯১ টি।এগুলোর মধ্যে ঝুকিপুর্ন কেন্দ্র হিসাবে ২৪৭ টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে।বাকি ১৪৪ টি কেন্দ্র সাধারন কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে।তিনি বলেন ২/৩ টা কেন্দ্র মিলে ১ টা মোবাইল টিম কাজ করবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধিনে।এছাড়া স্টাইকিং ফোর্স,সাদা পোশাকের পুলিশ,র্্যাব, বিজিবি, এপিবিএন,আনসার বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে নিচ্ছিদ্র নিরাপর্ত্তা নিশ্চিত করবে।
পুলিশ সুপার বলেন, যদি কোন অশুভ শক্তি কেন্দ্র দখলের চেষ্টা করে বা ভোট কাটার চেষ্টা করে তাহলে তার পরিনতি হবে খুব ভয়াবহ।কেন্দ্রে ভোট ডাকাতির চেষ্টা করলে সে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবেনা।তিনি বলেন জেলা রির্টানিং অফিসারের নির্বাচনী আচরন-বিধি মোতাবেক শুক্রবার ২৯ মার্চ থেকে ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত রাস্তায় সকল মটর সাইকেল চলাচল বন্ধ থাকবে এবং ৩০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত খুলনা জেলায় সকল যান চলাচল বন্ধ থাকবে।
শিরোমনিস্থ নতুন পুলিশ লাইন্সে নির্বাচনী ব্রিফিংয়ে এসময় উপস্থিত খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (ডিএসপি) মো:আনিচুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষীণ) জিএম আবুল কালাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল)মোহাম্মদ বদিউজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল)মো:সজিব খান,সি-সার্কেলের এডিশনাল এসপি বদরুদ্দোজা,সহকারী পুলিশ সুপার(সদর) ও সদ্য পদন্নোতি প্রাপ্ত এডিশনাল এসপি জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ সহ নড়াইল ও মাগুরা জেলা থেকে আগত ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ফোর্স।