র্যাবের ডিজি এম খুরশীদ হোসেন কে খুলনা রেঞ্জ পুলিশ ও কেএমপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জাননো হয়েছে।
আজ ১৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ দুপুর ০১.৩০ ঘটিকায় খুলনা মহানগরীর লবণচরা থানাধীন র্যাব-৬ এর কার্যালয়ে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন আগমন করলে খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজি মঈনুল হক ও খুলনা মেট্রোপলিশন পুলিশের পক্ষ থেকে কমিশনার মাসুদুর রহমান ভূইয়া তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় র্যাব-৬ এর অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমেদ এঁর নেতৃত্বে একদল চৌকশ র্যাব সদস্য রা র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন কে গার্ড অফ অনার প্রদান করেন।
পরে র্যাব প্রধান খুলনা সদর দপ্তরের বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সাথে কুশল বিনিময় করেন।
এ-সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল কামরুল, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম,কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভুইয়া,র্যাব-৬ এর অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মুসতাক আহমেদ, কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন এবং পুলিশ সুপার খুলনা মোহাম্মদ মাহবুব হাসান প্রমুখ।