র্যাবের ডিজি এম খুরশীদ হোসেন কে খুলনা রেঞ্জ পুলিশ ও কেএমপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জাননো হয়েছে।
![]()
আজ ১৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ দুপুর ০১.৩০ ঘটিকায় খুলনা মহানগরীর লবণচরা থানাধীন র্যাব-৬ এর কার্যালয়ে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন আগমন করলে খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজি মঈনুল হক ও খুলনা মেট্রোপলিশন পুলিশের পক্ষ থেকে কমিশনার মাসুদুর রহমান ভূইয়া তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় র্যাব-৬ এর অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমেদ এঁর নেতৃত্বে একদল চৌকশ র্যাব সদস্য রা র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন কে গার্ড অফ অনার প্রদান করেন।
![]()
পরে র্যাব প্রধান খুলনা সদর দপ্তরের বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সাথে কুশল বিনিময় করেন।
![]()
এ-সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল কামরুল, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম,কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভুইয়া,র্যাব-৬ এর অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মুসতাক আহমেদ, কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন এবং পুলিশ সুপার খুলনা মোহাম্মদ মাহবুব হাসান প্রমুখ।