খুলনা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে বটিয়াঘাটা থানা এলাকা হতে ৭০ (সত্তর) পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃত মাদক ব্যবসায়ীর নাম এসএম মফিদুল ইসলাম (২৮)। সে বটিয়াঘাটার মৃত ইনতাজ আলীর পুত্র।
খুুুুুলনা জেলা গোয়েন্দা শাখার সুত্র জানায়,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এঁর নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ১২/০৮/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী গ্রামস্থ (বটিয়াঘাটা টু সাচিবুনিয়া রোডের পাশে) সুজা সাহেবের প্লট জমির ইটের সলিং রাস্তার উপর থেকে আসামি ১। এসএম মফিদুল ইসলাম (২৮), পিতা- মৃত ইনতাজ আলী সরদার, সাং-গাওঘরা (২ নং ওয়ার্ড), থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাকে ধৃত পূর্বক তার পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেটে থাকা সাদা পলিথিনের মধ্যে রক্ষিত কালো কসটেপ দিয়ে মোড়ানো ৭০ (সত্তর) পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বের করে দিলে অত্র মামলার বাদী উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ১২/০৮/২০২০ তারিখ রাত্র ২০.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে খুলনা ডিবির ওসি কনি মিয়া আপডেট সাতক্ষীরা কে জানান, এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় বাদী হয়ে আসামির বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।