দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সতর্কতা হিসেবে খুলনা মহানগরী হতে বের হওয়া এবং ঢোকার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে নগর পুলিশ (কেএমপি)।
তবে জরুরি সেবার লোকজন ও যানবাহন এর আওতামুক্ত থাকবে। সোমবার সন্ধ্যা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি (মিডিয়া) মনিরুজ্জামান মিঠু জানান, জরুরি প্রয়োজন ছাড়া খুলনা নগরে কেউ ঢুকতে পারবেন না। আবার কেউ বের হতে পারবেন না। প্রত্যেককে ঘরে থাকতে হবে। এ জন্য নগরের বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
এছাড়া, নগরীর ফার্মেসী ব্যাতীত অন্য কোন দোকান সন্ধ্যা ৭ টার পর খোলা রাখা যাবে না। তিনি আরো জানান, নগরীতে জনসমাগম রোধে পুলিশী টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে কেএমপির ৮ থানা এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। করোনা প্রতিরোধে আইন শৃংখলা বাহিনী ২৪ ঘন্টা মাঠে কাজ করছে।