আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। জাতিসংঘ এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘আমি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা’। বাংলাদেশে সরকারের পক্ষ থেকে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।
দিবসটি উপলক্ষে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) মোঃ আব্দুল কুদ্দুছ আমিন এবং ডেপুটি কমান্ড্যান্ট হাবিবুর রহমান খানের পক্ষ থেকে নারী পুলিশ অফিসার দের কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।রবিবার সকালে খুলনা পিটিসি কমান্ড্যান্ট (ডিআইজি) মোঃ আব্দুল কুদ্দুছ আমিন এবং ডেপুটি কমান্ড্যান্ট হাবিবুর রহমান খান নাারী দিবস উপলক্ষে পুলিশ সুপার শুক্লা সাহা এবং অতিঃ পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা পিপিএম এর হাতে ফুলের তোড়া দিয়ে সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাঃ ইমামুর রশীদ, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিঃ পুলিশ সুপার মোঃ হায়দার আলী মোল্লা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় কমান্ড্যান্ট (ডিআইজি) পিটিসি’তে কর্মরত সকল নারী সদস্যদের শুভেচ্ছা পূর্বক মিস্টি উপঠোকন প্রদান করেন।