খুলনা বিভাগীয় বুদ্ধি প্রতিবন্ধীদের দুই দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও সুইড খাতিমুুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল সকাল নয়টায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও খুলনা বিভাগীয় ক্রীড়া এবং সাংস্কৃতিক উদযাপন কমিটির আহবায়ক শাহ্ ্আবদুল সাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি অতিথিদের নিয়ে ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুাপর মোঃ সাজ্জাদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সুইড বাংলাদেশের যুগ্ম মহাসচিব ডাঃ অজন্তা রানী শাহা, জেলা সমাজ সেবার সহকারী পরিচালক হারুন উর রশিদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন (এনডিসি) দেওয়ান আকরামুল হক, সহকারী কমিশনার আরিফ আদনান, লিখন ব্যানাজী, ইন্দ্রজিৎ সাহা, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান সহ খুলনা বিভাগের বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।