রায়হান হোসেন: খুলনা মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, তারই ধারাবাহিকতায় খুলনা মহানগরীতে আট দিনব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে।
কেএমপি'র বিশ্বস্থ্য সূত্র জানায়, খুলনা মেট্রোপলিটন পুলিশের চলমান বিশেষ অভিযানে ১৬ জন মাদক ব্যবসায়ীসহ ৪০ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ১৬ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতদের কাছ থেকে ২১৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও ১বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু প্রতিবেদককে জানান,কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাদক-জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করে বলেছেন "খুলনায় হয় আমি থাকবো, নয়তো মাদক থাকবে"।
তিনি বলেন ২০১৯ সাল হবে মাদক মুক্ত খুলনা নগরী।মাদক-জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বত্রই জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে।কোন অবস্থায় মাদক কারবারীদের ছাড় দেওয়া হবেনা।
উল্লেখ্য,খুলনা মহানগরীতে কেএমপি ০৮ দিন ব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে।অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।