খুলনা নগরীর গোবরচাকা ভাজাবাড়ি গলি থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ পলাশ তালুকদার (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পলাশের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিতিত্তে গোবরচাকা ভাজাবাড়ির গলি এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী পলাশকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশী করে তার কাছ থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এমএম পিস্তল ও তিন রাউন্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাশ একই এলাকার সুলতান তালুকদারের পুত্র। তার বিরুদ্ধে দু’টি মাদক মামলা ও কুপিয়ে একজনকে গুরুতর আহত করার ঘটনায় আরও একটি মামলা রয়েছে। পলাশে বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।