খুলনা রেঞ্জের জানুয়ারি ২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহম্পতিবার ১০ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ খুলনা রেঞ্জের জানুয়ারি ২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা Zoom Cloud Apps এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।
সভায় জানুয়ারি ২০২২ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে 'সাতক্ষীরা', শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ' সদর সার্কেল, সাতক্ষীরা' ও শ্রেষ্ঠ থানা হিসেবে 'কলারোয়া থানা, সাতক্ষীরা' কে ঘোষণা করা হয়।
এছাড়াও, কলারোয়া থানা, সাতক্ষীরার এসআই (নি:) মো: জসিম উদ্দিন, বেনাপোল পোর্ট থানার এএসআই(নি:) মো: মুরাদ শেখ যথাক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে নির্বাচিত হন।
রেঞ্জ ডিআইজি সভায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সাইবার অপরাধ দমনে খুলনা রেঞ্জের ১০ টি জেলায় গঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশনা প্রদান করেন।
এছাড়া বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং মাদক- অস্ত্র উদ্ধারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
ভার্চুয়াল সভায় এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন এন্ড অর্থ) এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, খুলনা রেঞ্জ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্টবৃন্দ (এসপি), আরআরএফ, পিবিআই এবং সিআইডির কর্মকর্তাবৃন্দ ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন।