খুলনা রেঞ্জে পুলিশের সেপ্টেম্বর /২০১৯ মাসের এবং ৩য় ত্রৈমাসিক (জুলাই - সেপ্টেম্বর) মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার, সকাল ১১.০০ ঘটিকায় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর /২০১৯ মাসের মাসিক এবং ৩য় ত্রৈমাসিক (জুলাই - সেপ্টেম্বর) মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম(বার)।
অপরাধ সভায় খুলনা রেঞ্জের অপরাধ বিষয়ক বিবিধ আলোচনা শেষে অপরাধ সভায় ডিআইজি চলমান মাদক বিরোধী অভিযান আরো বেশি জোরদার, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, পরোয়ানা তামিল, গ্যাং কালচার অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারী, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, ট্রাফিক সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেয়ার উপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় আসন্ন ২৬ অক্টোবর, ২০১৯ খ্রিষ্টাব্দ তারিখে (শনিবার)‘কমিউনিটি পুলিশিং ডে’ পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারষ্পারিক আস্থা-বিশ্বাস বৃদ্ধি, দূরত্ব হ্রাস ও পুলিশভীতি দূরীকরণের জন্য সুদৃঢ় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
উক্ত অপরাধ সভায় উপস্থিত ছিলেন খুরনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান,বিপিএম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম,রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার খন্দকার আবু হেনা অহিদুল করিম, খুলনা আরআরএফ কমান্ড্যন্ট পুলিশ সুপার তাসলিমা খাতুন, খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ,যশোরের পুলিশ সুপার মঈনুল হক, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত,বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ কুমার,মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী,ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান, মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান আলী সহ খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার উক্ত অপরাধ সভায় উপস্থিত ছিলেন।