খুলনায় ১৫১৭ কেজি সারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৬। আটকরা হলেন- দাকোপ উপজেলার চালনা বাজার এলাকার দুলাল সাহার ছেলে দেবাশীষ সাহা (৪০) ও একই উপজেলার মৃত কালিদাস সাহার ছেলে মধুসুদন সাহা (৩০)। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ শামীম সরকার ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর তরফদার এর এর নেতৃত্বে শুক্রবার বিকালে দাকোপ থানাধীন চালনা লঞ্চঘাট বাজারের মেসার্স আসিফ এন্টারপ্রাইজ দোকানের মধ্যে থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫১৭ কেজি চোরাই সার জব্দ করা হয়।
কোম্পানী কমান্ডার মেজর মোঃ শামীম সরকার জানান, র্যাব মহাপরিচালক ড.বেনজীর আহমেদ বিপিএম বার মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক দেশ ব্যাপি র্যাব মাদক-জঙ্গগী ও সন্ত্রাস বিরোধী অব্যহত রেখেেছ। তার ধারাবাহিকতায় র্যাব-৬ খুলনায় অপরাধ দমনে সব সময় তৎপর রয়েছে। তিনি আরো বলেন,, আসামীরা দীর্ঘদিন ধরে দাকোপ থানার বিভিন্ন স্থানে চোরাই ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়। উদ্ধারকৃত আলামতসহ আসামীদেরকে দাকোপ থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।