♠♠♠
আব্দুর রহিম ::
গণভবনে বর্ধিত সভায় সদরের অংশগ্রহণকারী আওয়ামীলীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র আহবানে ঢাকা ব্লুজুম হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সাগর থেকে মহাকাশ জয় করে বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছেন। ভিশন-২০২১ সফল করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগের তৃণমূল নেতৃবৃন্দকে সকল দ্বিধা দ্বন্দ ভুলে বঙ্গবন্ধুর আদর্শ্যে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহবান জানান।’ এসময় সদর উপজেলার তৃণমূল নেতৃবৃন্দ বলেন, “স্বাধীনতার ৪৩ বছর পর আমরা সাতক্ষীরাবাসী একজন বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগের একজন সংসদ সদস্য এমপি রবিকে পেয়েছি। তার সহযোগিতায় জননেত্রী শেখ হাসিনার দেওয়া উন্নয়নে আমরা অত্যান্ত খুশি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিয়ে মীর মোস্তাক আহমেদ রবিকে সাতক্ষীরাবাসীর সেবা করার সুযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বর্তমান সময়ে তার নেতৃত্বের বিকল্প নেই বলে বক্তব্যে উল্ল্যেখ করেন এবং সদর-০২ আসনের জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র জন্য আওয়ামীলীগের দলীয় মনোনয়ন কামনা করেন।’ সকল নেবৃন্দকে সাংসদের নিজস্ব হোটেল ব্লুজুম এ এমপি রবি ও এমপি পত্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের থাকা খাওয়াসহ সকল বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ছিলেন সদর এমপি পত্মী মিসেস্ রওশনারা বেগম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তাপস আচার্য়, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বোরহান উদ্দিন, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিল উদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ব্রক্ষèরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য মগরেব আলী, যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু প্রমুখ। এসময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।