মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সাপ্তাহিক গণ শুনানি চলাকালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সাথে আলাপ করেন। জেলা প্রশাসক তাদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
জেলা প্রশাসক মোঃ আতাউল গণি বলেন, যতই দিন যাচ্ছে মানুষের সমস্যা ততই বেশি হচ্ছে , আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের সমস্যা সমাধান করার।তিনি বলেন গণশুনানিতে মেধাবী শিক্ষার্থী পড়াশুনার খরচ ও অসহায় রোগগ্রস্ত মানুষদের চিকিৎসার খরচ হিসাবে নগত অর্থ দেওয়া হয়।