গাজীপুরে অপারেশন্স কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার উদ্বোধন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার । বৃহম্পতিবার বেলা ১টায় গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে "অপারেশনস, কন্টোল এন্ড মনিটরিং সেন্টার" এর শুভ উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি।
গাজীপুর জেলার ৫ টি (জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ) থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ১৫০ টি আধুনিক সিসি ক্যামেরা। "অপারেশনস, কন্টোল এন্ড মনিটরিং সেন্টার" হতে দিন-রাত ২৪ ঘন্টা এসব ক্যামেরা মনিটরিং ও নিয়ন্ত্রণের মাধ্যমে গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন, অপরাধী সনাক্তকরণ, ট্যাফিক ব্যাবস্থাপনা ও জরুরি ঘটনায় পুলিশের দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর জেলার পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ্ বিপিএম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।অনুষ্ঠানে মোঃ গোলাম রব্বানী শেখ পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার সুপার(ক্রাইম & অপস্); ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি); নবাগত অতিরিক্ত সাকিব আল হাসান, সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; ফারজানা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল; আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার, কালয়াকৈর সার্কেলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।