'মুজিববর্ষে অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ করি' প্রত্যয়ে বাংলাদেশ পুলিশ ও পুনাক কর্তৃক যৌথভাবে পরিচালিত সামাজিক বনায়ন কর্মসূচি সকল পুলিশ ইউনিটের সাথে একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইড কনফারেন্স রুমে আজ এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী জীশান মির্জা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম ভার্চুয়ালি উক্ত অনুষ্ঠানে যুক্ত ছিলেন। পরবর্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এর সদর থানায় সামাজিক বনায়ণ কর্মসূচীর আওতায় পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম ফলজ বৃক্ষ রোপণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতুল্লাহ খান বিপিএম-সেবা ,তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ), মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ), জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর), আবদুল্লাহ আল মামুন, উপ পুলিশ কমিশনার(ট্রাফিক), মিজানুর রহমান , পিপিএম -উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট ), ফারজানা ইসলাম উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক এন্ড ট্রান্সপোট), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জ সদর থানা সহ পুলিশ সদস্যবৃন্দ।