গাবুরায় নির্মাণাধীন মেগা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। শুক্রবার দুপুরে তিনি শ্যামনগর উপজেলার গাবুরায় নির্মিয়মান মেগা প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
![]()
পরিদর্শন কালে পানি সম্পদ সচিব বলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার অসহায় ও নিরীহ মানুষের বেড়িবাঁধ ভাঙনের আতঙ্ক দূর করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক ১ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে গৃহীত "সাতক্ষীরা জেলার পোল্ডার নং - ১৫ পুনর্বাসন প্রকল্প" এর চলমান কাজ পরিদর্শন করেছি।তিনি বলেন, প্রকল্পের স্থায়ী বাঁধ নির্মাণ সহ নানা কার্যক্রম চলছে।
![]()
প্রকল্পটির কাজ গত বছরের নভেম্বরে শুরু হয়। এই প্রকল্পের আওতায় চারিদিকে নদী দ্বারা বেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরার মানুষকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, খাল খনন, স্লুইস গেট নির্মাণ করা হবে।
![]()
পরিদর্শন কালে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় জনপ্রতিনিধি, ইউএনও শ্যামনগর, পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা গণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।