গাবুরায় নির্মাণাধীন মেগা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। শুক্রবার দুপুরে তিনি শ্যামনগর উপজেলার গাবুরায় নির্মিয়মান মেগা প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে পানি সম্পদ সচিব বলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার অসহায় ও নিরীহ মানুষের বেড়িবাঁধ ভাঙনের আতঙ্ক দূর করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক ১ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে গৃহীত "সাতক্ষীরা জেলার পোল্ডার নং - ১৫ পুনর্বাসন প্রকল্প" এর চলমান কাজ পরিদর্শন করেছি।তিনি বলেন, প্রকল্পের স্থায়ী বাঁধ নির্মাণ সহ নানা কার্যক্রম চলছে।
প্রকল্পটির কাজ গত বছরের নভেম্বরে শুরু হয়। এই প্রকল্পের আওতায় চারিদিকে নদী দ্বারা বেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরার মানুষকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, খাল খনন, স্লুইস গেট নির্মাণ করা হবে।
পরিদর্শন কালে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় জনপ্রতিনিধি, ইউএনও শ্যামনগর, পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা গণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।