এতদ্বারা সকলের অবগতির নিমিত্তে জানানো যাচ্ছে যে আজ ২/৩ দিন যাবৎ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের ফোন আসছে তোমার আব্বা কি ইন্তেকাল করেছে? চাচার জানাজা'র নামাজ কখন হবে? মাটি দেবে কখন? ইত্যাদি প্রশ্ন গুলো আমাদের পরিবার ও আত্মীয় স্বজনদের বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছে।শুভাকাঙ্ক্ষীরা ফোন করে বলছে শহর ও গ্রামের টি-স্টল থেকে এই গুজোব ছড়ানো হচ্ছে যে ডা: এবাদুল্লাহ ইন্তেকাল করেছেন। আসলে প্রকৃত পক্ষে ডা: এবাদুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।আল্লাহর অশেষ মেহেরবানি ও সাতক্ষীরার গণমানুষের দোয়ায় ডা:এবাদুল্লাহ বেঁচে আছেন ও সুস্থ্য আছেন। তাই সকলের কাছে অনুরোধ কোনো রকম গুজোব ছড়াবেন না। আমরা এমনিতেই মানুষিক যন্ত্রনার মধ্যে আছি তার মধ্যে গুজোব ছড়িয়ে আমাদের মানুষিক যন্ত্রনা বাড়িয়ে দিবেন না।
অনুরোধক্রমে..... মো:নিয়াজ ওয়াহিদ (জিমি), ডা: এবাদুল্লাহ সাহেবের মেজ পুত্র।
- প্রেস বিজ্ঞপ্তি।