♣♣♣♣
সরকার পতনের পরিকল্পনা তথা নাশকতা মূলক কর্মকান্ড করার অপরাধে ঝিকরগাছা থানা পুলিশ ১৫ জন জামাত-বিএনপি কর্মী কে গ্রেপ্তার করেছে।
থানা পুলিশের বিশেষ সূত্র জানায়,অদ্য ০১ সেপ্টেম্বর ২০১৮ তারিখ রাত্র ০৩.১৫ ঘটিকার সময় যশোরের ঝিকরগাছা থানাধীন লাউজানি গ্রামস্থ এন, এম মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে জনৈক মাহাবুব এর ‘‘স’’ মিলের মধ্যে বিভিন্ন এলাকা থেকে আগত বি,এন,পি জামায়াত সমর্থিত এর ৬০/৭০ জন নেতাকর্মীরা রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়।
এসময় গোপন সূত্রের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনার বিষয়ে সংবাদ পাইয়া তৎক্ষনিক উক্ত স্থানে উপস্থিত হইলে নাশকতাকারীরা পুলিশের উপস্থিত টের পাইয়া পরপর দুইটি হাতবোমা বিষ্ফোরন ঘটাইয়া আশপাশের রাস্তা দিয়ে পালানোর চেষ্টাকরে।এসময় আসামী
১। আল আমীন(২২), পিং-আঃ আলিম, সাং-নওদাপাড়া,
২।সাইফুল ইসলাম(৩০), পিং-মৃত আঃ গনি মিয়া,
৩। মোঃ আলম হোসেন(৩৫), পিং-মোঃ বাচ্চু মিয়া,
৪। মোঃ ইমদাদুল হক রনি(২৬), পিং-মৃত আঃ লতিফ,
৫। মোঃ আবুল কালাম আজাদ(২৫), পিং-মৃত আবু হানিফ,
৬। মোঃ আঃ সামাদ(২৭), পিং-আঃ রশিদ,
৭। মোঃ সেলিম আহম্মাদ(৩৫), পিং-মোঃ আমানুল্লাহ,
৮। মোঃ লুৎফর রহমান(৫০), পিং-মৃত জহর আলী খা,
৯। আঃ রহিম(৪৫), পিং-আবু তালেব,
১০। ইয়ানুর রহমান(২৯), পিং-মৃত কুরবান আলী,
১১। মিঠু(২০), পিং-ইসমাইল হোসেন,
১২। সাইদুর ইসলাম(৩৫), পিং-আরশাদ আলী,
১৩। রুবেল হোসেন(৩০), পিং-জালাল হোসেন,
১৪। আলমগীর হোসেন(৩২), পিং-মোঃ হোসেন আলী, সর্ব সাং-লাউজানী,
১৫। সাগর(২০),পিং-সেলিম খা, সাং-মল্লিকপুর, সর্বথানা-ঝিকরগাছা, জেলা-যশোরকে ঘটনাস্থল হইতে গ্রেফতার করতে সক্ষম হয় ঝিকরগাছা থানা পুলিশ।
এসময় গ্রেফতারকৃত আসামী সহ ঘটনাস্থলে তল্লাশী করিয়া ঘটনাস্থল হইতে নাশকতার উদ্দেশ্যে ব্যবহৃত ক) ০৩(তিন) টি পেট্রোল বোমা, খ) ০২ (দুই) টি অবিষ্ফোরিত বোমা সহ বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করে।
গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করে ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন প্রতিবেদক কে বলেন,আটককৃত আসামী সহ পলাতক অন্যান্য আসামীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-০১, তাং-০১/০৯/১৮ ইং,ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের এর ১৫ (৩)/২৫-ডি তৎসহ বিষ্ফোরক উপদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪/৬ রুজু করিয়া গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হইয়াছে।