গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আজ ‘বঙ্গবন্ধু উদ্যানে’ নির্মিত “ইকো টুরিজম পার্ক”-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা এলাকায় এ পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলার বিঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসীন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
![]()
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মন্জ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
![]()
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা এলাকায় বঙ্গবন্ধু উদ্যানে ১১ একর জায়গায় এ “ইকো টুরিজম পার্ক” নির্মান করা হয়েছে।ঢাকা-খুলনা মহাসড়কের খুব কাছেই এ ইকো টুরিজম পার্কে বিনোদন কেন্দ্র ছাড়াও রয়েছে একটি বড় খেলার মাঠ। এখানে পিকনিক করার পাশাপাশি খেলাধুলা, বেড়ানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।