আজ ১৮ ফেব্রুয়ারী ২০২০ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি মিলনায়তনে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর মাধ্যমে সংগঠিত অপরাধ প্রতিরোধে বিকাশ লিমিটেড এর অংশগ্রহনে এক ফলপ্রসু কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার)।
এসময় কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার), বিকাশ হেড অব এক্সর্টানাল এ্যাফেয়ার্স জনাব মনিরুল খান সহ গোপালগঞ্জ জেলার ৫৩০ জন বিকাশ এজেন্ট, জেলা পুলিশের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। এতে MFS/বিকাশ প্রতারনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি MFS/ বিকাশ এজেন্টদের বিধি মোতাবেক ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ করা হয়।