চলমান গুজব ও গণপিটুনির ঘটনা রোধে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী সচেতনতা সপ্তাহ ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই ঘোষণা দেন। পুলিশ প্রধানের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে দেশের প্রত্যেকটি জেলার ন্যায় গোপালগঞ্জ জেলা পুলিশ গুজব বিরোধী সচেতনতা সপ্তাহ ২০১৯ শুরু করেছে।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের পুলিশ সুপার, জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান-পিপিএম (বার) , গোপালগঞ্জ শহরস্থ শেখ হাসিনা উচ্চ বিদ্যায়ল এন্ড কলেজ এবং স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে ছেলে ধরা একটি গুজব এ সংক্রান্তে জনসচেতনতামূলক ব্রিফিং প্রদান করেছেন।পুলিশ সুপার স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী দের উদ্যেশ্যে বলেন ছেলেধরা গুজব ছড়িয়ে নিরিহ মানুষ কে গণপিটুনি দেওয়া যাবেনা।তিনি বলেন কাউকে ছেলেধরা বলে সন্দেহ হলে নিকটতম থানা পুলিশ কে খবর দিতে হবে।আইন নিজের হাতে তুলে নিয়ে খুনের মামলার আসামি হওয়া যাবেনা।এসময় সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।