আজ ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ " উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম(বার) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জনাব চৌধুরী এমদাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি, জনাব মাহবুব আলী খান সেক্রেটারী,জেলা আওয়ামী লীগ, জনাব মুহাম্মদ আসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)(পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব মাসুদ, সদর উপজেলা চেয়ারম্যান জনাব লুৎফর রহমান বাচ্চু, সদর হাসপাতালের উপপরিচালক ডঃ অসিত, নির্বাহী ম্যাজিট্রেট অমিত রায়, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক জনাব এহিয়া ও সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, পুলিশের সকল স্তরের অফিসার ফোর্সবৃন্দ, গ্রাম পুলিশ ও সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সকাল ১০ টায় পুলিশ সুপার, গোপালগঞ্জ এর কার্যালয় হতে যাত্রা শুরু করে এক বর্ণাঢ্য র্যালী শেখ মনি অডিটরিয়াম(শিল্পকলা একাডেমী) এ পৌছার পর এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। "কমিউনিটি পুলিশিং অপরাধ প্রতিরোধের মূল চালিকা শক্তি" এ বিষয়ের পক্ষে মুকসুদপুর থানার এস জে মডেল উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে সদর থানা এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগন বক্তব্য রাখেন।
পরবর্তীতে আলোচনা অনুষ্ঠানের পর রচনা প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী, চিত্রাঙ্কন প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী, বিতার্কিক ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসারদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরন করা হয়। এরপর শিল্পকলা একাডেমী ও জেলা পুলিশের শিল্পীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।
২য় পর্বে বিকেল ৩.০০ -৫.৩০ ঘটিকায় পুলিশ সুপার গোপালগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্সে "স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী "এবং কমিউনিটি পুলিশিং সদস্য বনাম জেলা পুলিশ সদস্যদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।