গতকাল ২৪ জুলাই ২০১৯ খ্রিঃ রোজ বুধবার মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বার্ষিক পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি জনাব ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার)।মেহেরপুর পুলিশ লাইন্সে পৌছালে মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জ ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শেখ জাহিদুল ইসলাম পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে রেঞ্জ ডিআইজি মেহেরপুর পুলিশ লাইন্সে যানবাহন শাখা,মালখানা,অস্ত্রাগার সহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এরপর পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে অফিসার দের নিয়ে ছেলেধরা গুজোব প্রতিরোধে করণীয় শীর্ষক নির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মহিদ উদ্দিন।
সংক্ষিপ্ত ব্রিফিংয়ে রেঞ্জ ডিআইজি বলেন, চাঁদে কোন একজন বিশেষ ব্যক্তিকে দেখা গেছে এমন গুজব রটিয়ে স্বার্থ সিদ্ধি করতে চাওয়া মহল আবার সক্রিয় হয়েছে।তারা এবার পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব রটিয়ে ছেলেধরা সন্দেহে মানুষ হত্যার ষড়যন্ত্রে মেতেছে ওই মহলটি। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা।
এ অবস্থার বিরুদ্ধে মেহেরপুরের প্রতিটি গ্রামে গ্রামে সচেতনতা তৈরী করতে হবে। কোথাও যেন কেউ গুজব রটিয়ে সামাজিক বিশৃংখলা তৈরী করতে না পারে এজন্য সচেষ্ট থাকতে হবে। আইন হাতে তুলে নেয়া আর গুজব রটনাকারিদের বিরুদ্ধে পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে। অপরাধ করলে কেউ পার পাবে না। খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম( বার) মঙ্গলবার মেহেরপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের সালাম গ্রহণ শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন।