মাহফিজুল ইসলাম আককাজ : আব্দুল মোতালেব স্মৃতি সংসদ সাতক্ষীরা’র উদ্যোগে মরহুম আব্দুল মোতালেব এঁর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুন) বিকাল ৫ টায় আব্দুল মোতালেব স্মৃতি সংসদের আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার (লেকভিউতে) আব্দুল মোতালেব স্মৃতি সংসদ সাতক্ষীরা’র সভাপতি ডা. এ টি এম রফিক উজ্জল’র সভাপতিত্বে গুণীজন সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মরহুম আব্দুল মোতালেব’র স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“মরহুম আব্দুল মোতালেব ছিলেন একজন শিক্ষানুরাগী ও স্বপ্নদ্রষ্টা ছিলেন। মরহুম আব্দুল মোতালেব তার কর্ম ও গুণে সাতক্ষীরাবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার , জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলার সাবেক সিভিল সার্জন ও সাতক্ষীরা বিএমএ'র সিনিয়র সহ-সভাপতি ১০ টাকার ডাক্তার খ্যাতনামা ডা. মো. এবাদুল্লাহ, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, কামরুল ইসলাম ফারুক, উপভাষাবিদ অধ্যাপক কাজী মোহাম্মদ অলিউল্লাহ, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা এম খলিলুল্লাহ ঝড়–, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, দৈনিক কাফেলা পত্রিকার চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস ও এম রফিক প্রমুখ।
আব্দুল মোতালেব স্মৃতি সংসদ সাতক্ষীরা’র উদ্যোগে মরহুম আব্দুল মোতালেব এঁর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা পেয়েছেন শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ কাজী মোহাম্মদ অলিউল্লাহ, চিকিৎসা ও সমাজসেবায় ডা. মো. এবাদুল্লাহ, শিক্ষা ক্ষেত্রে শেখ আমানুল্লাহ, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য অধ্যক্ষ মোস্তফা তমিজউদ্দীন, স্কাউট আআন্দোলনে বিশেষ অবদানের জন্য মুহাঃ নওশের আলী, ক্রীড়া ক্ষেত্রে শওকত হোসেন খান চৌধুরী।
এসময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার চিকিৎসা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ও সাতক্ষীরা বিএমএ'র সিনিয়র সহ-সভাপতি ডা: এবাদুল্লাহ'র হাতে গুণীজন সন্মাননা তুলে দেন।
এসময় জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু।