মাগুরার কৃতি সন্তান জাহিদুল ইসলাম কে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
গত ২সেপ্টেম্বর ১৯ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।একই প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান কে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসাবে বদলী করা হয়েছে।।
পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম সদরের রাঘবদাইড় ইউনিয়নের বেরইল (বেঙ্গা) গ্রামের প্রয়াত শরাফত হোসেন লস্কর ও মা প্রয়াত পারুল হোসেনের ৮সন্তানের মধ্যে জাহিদ ৪র্থ। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করে কয়েকটি সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পান জনাব জাহিদ। কিন্তু বাবার ঐকান্তিক ইচ্ছায় ও দেশ সেবার অদম্য প্রয়াসে জাহিদ পুলিশ সার্ভেসে যোগদান করেন। চাকরী জীবনে তিনি ব্রাহ্মনবাড়িয়া, মৌলভীবাজার, ডিএমপি, বিভিন্ন দেশে ইউএন মিশন, নারায়নগঞ্জে শিল্প পুলিশের এসপি, বিভিন্ন আন্তর্জাতিক ট্রেনিংসহ নানা স্থানে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মাগুরাবাসি তথা দেশের সকলের কাছে তার ও তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ, মিষ্টভাষি,শিক্ষানুরাগী ও পরপোকারি এই পুলিশ অফিসারের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তার পরিবার, বন্ধু ও সুধি মহল। তার এ পদায়নে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগতভাবে তাকে উচ্ছসিত অভিনন্দন জানিয়েছেন।