সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ছেলে ধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে মানুষ হত্যার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে। গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা গুরুত্বর ফৌজদারী অপরাধ।
এ পর্যন্ত যতগুলি গণপিটুনিতে মানুষ হত্যা করার ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে এবং জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরণের গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরী করা রাষ্ট্র বিরোধী কাজের সামিল। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না।
আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি। কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিন। সাতক্ষীরা জেলার সকল থানার মোবাইল নাম্বার :
ওসি সাতক্ষীরা সদর থানাঃ 01713-374141
ওসি দেবহাটা থানা: 01713-374146
ওসি কালিগঞ্জ থানা:01713-374144
ওসি কলারোয়া থানাঃ 01713-374142
ওসি তালা থানাঃ 01713- 374143
ওসি পাটকেলঘাটা থানাঃ 01713-374148
ওসি শ্যামনগর থানাঃ 01713-374145
ওসি আশাশুনি থানা: 01713-374147
তাই আসুন আমরা ছেলে ধরা দেখে কাউকে সন্দেহ করলে তাকে ধরে গণপিটুনি না দিয়ে সোজা পুলিশে ধরিয়ে দেই আর ফৌজদারি অপরাধ থেকে নিজেদের কে রক্ষা করি।
প্রচারে -
মোহাম্মদ ইলতুৎ মিশ
ভারপ্রাপ্ত পুলিশ সুপার,সাতক্ষীরা।