ইব্রাহিম খলিল : সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশ্বমানবতার শান্তি ও মঙ্গল কামনায় বর্নাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৫টায় জয় মহাপ্রভু সেবক সংঘ জেলার শাখার আয়োজনে ও সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সহযোগিতায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ী নাট মন্দির প্রাঙ্গণ থেকে শত শত নারী ও পুরুষের অংশ গ্রহণে এ রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। এর আগে মায়ের বাড়ী নাট মন্দির প্রাঙ্গণে জয় মহাপ্রভু সেবক সংঘের জেলা শাখার সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন রাধা শ্যামসুন্দর মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণদাশ ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহু, জয় মহাপ্রভু সেবক সংঘ কেন্দ্রীয় পরিষদ’র সহ সভাপতি ডা. সুশান্ত ঘোষ, স্বপন কুমার শীল, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলার শাখার সহ সভাপতি জিতেন্দ্রনাথ ঘোষ, দিলিপ চ্যাটার্জী, সোমনাথ ব্যানার্জী, নিত্যানন্দ আমিন, সুবির কুমার নাথ, সাধারণ সম্পাদক দাস সনাতন চন্দ্র, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বিশ^জিত সাধু, পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জয় মহাপ্রভু সেবক সংঘ জেলার শাখার যুগ্ম সম্পাদক বিকাশ চন্দ্র দাস।