প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ
জনগণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ
বিএনপি এবং জামায়াতের ডাকা সারাদেশে সকাল সন্ধ্যা হরতালে জনগনের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
এতে বলা হয়, দেশের জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা বিধান বাংলাদেশ পুলিশের আইনি দায়িত্ব। পুলিশ জনগণকে সকল ধরনের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সম্মানিত নাগরিকগণ চলাফেরার ক্ষেত্রে কোন ধরনের বাধার সম্মুখীন হলে বা আইনি সহায়তার প্রয়োজন হলে নিকটস্থ পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সম্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ পুলিশ সবসময় পাশে রয়েছে।
- প্রেস বিঞ্জপ্তি।
Copyright © 2025 Update Satkhira. All rights reserved.