মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা পৌর এলাকার বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী ও দলিত ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সাতক্ষীরা সোনালী ব্যাংকের দোতলায় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাতা বহির সাথে টাকা বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে ব্যাপক আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। অসহায় ও অসচ্ছল মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহার খুব শীঘ্রই গ্রাম হবে শহর। সে লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার এজি.এম কৃষ্ণপদ সরকার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে পৌর এলাকার ২৬ জন দলিত সম্প্রদায়ের ব্যক্তির মাঝে ৫ লক্ষ ৫৬ হাজার টাকা, ২০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১ লক্ষ ৬৭ হাজার টাকা, ৭৮ বয়স্ক ব্যক্তির মাঝে ৪ লক্ষ ৬৮ হাজার টাকা, পুরাতন ভাতাভোগি মারা যাওয়ার কারণে প্রতিস্থাাপন করা ১২০ জনের মাঝে ৭ লক্ষ ৩২ হাজার টাকা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।